ঘূর্ণিঝড় রেমালের কারণে কর্তৃপক্ষের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী করণীয় নিয়ে অদ্য ২৮-০৫-২০২৪ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব এবং সদস্য (পরিকল্পনা ও পরিচালন), বিআইডব্লিউটিএ, জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান, যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল) এবং সকল বিভাগীয় প্রধানগণ। সভায় চেয়ারম্যান মহোদয় ঘূর্ণিঝড় রেমালে কোথায় কি ক্ষতি হয়েছে তার একটি বিবরণী সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ কর্তৃক উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।